নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে নিহত ১
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৭ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৩
বগুড়ার নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে ১ ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল অনুমানিক ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স হবে ৫৫ বছর।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "সকাল অনুমানিক ৮টার দিকে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। সেসময় এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত