পঞ্চগড়ে রেলস্টেশনের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৫
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, কোন দেশে এই রকম বিপ্লব হলে সেখানে বাহিনীই থাকে না। তারা আমাদের সন্তান। যারা অন্যায়ে জড়িত ছিল, তাদের একের পর এক শাস্তি হচ্ছে। পুলিশ বিভাগ পুনর্গঠন হচ্ছে। তারা শিগগির মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবে।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পিপি আদম সুফি, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সচিব ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মেচন করেন।
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক নিয়ে সামাজিক গণমাধ্যমে মন্তব্য সম্পর্কে স্বরাষ্ট্র সচিব বলেন, মানুষ পক্ষে বিপক্ষে বলবে এটাই ডেমোক্রেসি। কেউ বলছে এটা হয়নি। আবার কেউ বলবে, এটা ভালো হয়েছে। আরেকজন বলেছে এটা কিছুই হয়নি, তোমরা আবার নতুন করে বানাও। এগুলো সব মিলায় কথাবার্তা তো চলবে। আমরা কারোর মুখ চেপে ধরছি না। সরকারও চায় সবাই স্বাধীনভাবে কথা বলুক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত