মাদারীপুরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:২৯ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০৯
মাদারীপুরে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে বিনা মূল্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ হাবিবুল আলম । প্রবাসীদের অর্থায়নে ও পাকদী নবীন যুব সংঘের প্রধান উপদেষ্টা সাইদুল হক ফরাজীর সহযোগিতায় পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ইকবাল মাহমুদের সঞ্চালনায় অণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর সার্কেল এর অতিরিক্ত পলিশ সুপার চাতক চাকমা,মাদারীপুরের জেলা শিক্ষা অফিসারমো:হাবিব উল্লাহ খান প্রমুখ।অনুষ্ঠানে মাদারীপুরের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে (খাতা,কলম,ক্রেস্ট,ঘড়ি ক্যালকুলেটর,স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত