ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব: পঞ্চগড়ে সারজিস আলম

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭

পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই। তিনি শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ূথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে গণমাধ্যেমকর্মীদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির উপর দাড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন করতে চাচ্ছে, বিভ্রাইএক করতে চাচ্ছে। তারা যে ছাগলের  উত্তরসূরী বাংলাদেশের মানুষ এখন জানে। ৫ই আগস্টে তারা তা প্রমান করে দিয়েছে।অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী,  পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সপ্ন পূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না প্রমুখ। এসময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ূথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত