ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ ব্যবধানে ঐতিহাসিক জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৮

 দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উড়িয়ে যাত্রা করেছে আর্জেন্টিনা। সেলেসাওদের ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির উত্তরসূরীরা।

এস্তাদিও মিসায়েল ডেলগাডোয় আজ ব্রাজিলের যুবাদের বিধ্বস্তই করেছে আর্জেন্টিনা। দলটার এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির ‘নতুন মেসি’ ক্লদিও এচেভরি। আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লোদিও। 

এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অন্য গোলটি সেভ করতে গিয়ে নিজেদের জালে পাঠান ব্রাজিলের ইগর সেরোট।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩ শট নেয় আর্জেন্টিনা। যার মধ্যে ৮টি ছিল গোলমুখে। বিপরীতে ৯ শট নিয়ে কেবল ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল ব্রাজিল।

ভেনেজুয়েলার মাটিতে ১০ দলের দুটি গ্রুপ নিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। যেখানে ‘বি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া ও বলিভিয়া। ব্রাজিলের পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে, সোমবার বাংলাদেশ সময় ভোর ৩টায়। একইদিনে ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত