উইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০৫ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৯
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ৬০ রানের জয়ে আশা বাঁচিয়ে রেখেও নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শেষ এই ম্যাচটিতে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হতো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপের টিকিট। তবে ২-১ ব্যবধানে সিরিজ হারে সেই যোগ্যতা হারাল বাংলাদেশ।
যদিও সুযোগ শেষ হচ্ছে না। বাছাই পর্বে খেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনার রয়েছে নিগারদের। ৬ দলের একটি বাছাইপর্ব থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
গত রাতে ওয়ার্নার পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ৪৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা।এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ।
যেখানে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।দলীয় ৬ রানে দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার মুর্শিদা। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি হয় ফারজানা হক ও শারমিন আক্তারের।
২০তম ওভারে ব্যক্তিগত ২২ রানে অ্যাফি ফ্লেচারের শিকার হন ফারজানা। মুর্শিদাকে তুলে নেন চেরি–অ্যান ফ্রেসার।
দলীয় ১০০ রানের আগে আরো ২টি উইকেট হারায় বাংলাদেশ। ২৩তম ওভারে শারমিন ও ৩১তম ওভারে অধিনায়ক নিগার ফিরে যান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করা শারমিনকে তুলে নেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুস। ১১ রান করা নিগার হন জাইদা জেমসের শিকার। ৩০.৫ ওভারে ৪ উইকেটে ৯৪ থেকে ২৪ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই পথে বাংলাদেশ খেলেছে আরো১৩ ওভার।
পতনের শুরুটা ৩৫তম ওভারের শেষ বলে দলীয় ১০৭ রানে ফাহিমা খাতুনের রান আউট হওয়ার মধ্য দিয়ে। ৯ ওভারে ১১ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই আউট হন শূন্য রানে। পাঁচে নামা সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে পতনের মিছিলের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন। দলীয় ১১৮ রানে তিনি আউট হওয়ার দুই বল পরই অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৬.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার কারিশমা রামহারাক। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।
স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বেশিক্ষণ লড়তে পারেনি বাংলাদেশ। ১১.৫ ওভার পর্যন্ত টেকা ওপেনিং জুটিতে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২২ রান করা ম্যাথুসকে ফিরিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। দলীয় ৭৩ রানে আরেক ওপেনার কিয়ানা জোসেফকে (৩৯) হারানোর পর আর সমস্যায় পড়েনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় নিশ্চিত করেন শেমাইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*)।
নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি–টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২, নিগার ১১, ফাহিমা ৭, মুর্শিদা ১, মারুফা ১*, কারিশমা ৪/১২, জাইদা ২/১৫, ফ্লেচার ১/২২, ম্যাথুস ১/১৯, ফ্রেসার ১/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, শেমাইন ২৫*, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২–১–এ জয়ী
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত