সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪২ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৮

জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।

পারিবারক ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল মজিদ গাছের ব্যবসা ও নিজেই করাত দিয়ে গাছ কাঁটার কাজ করতেন। সকালে তিনি লোকজন নিয়ে গেন্দারপাড়া আনু মণ্ডলের বাড়িতে কদম গাছ কাটতে যান। এসময় একটি ডাল তার মাথায় পড়লে ঘটনাস্থলে মারা যান। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এব্যাপারে অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত