নন্দীগ্রামে দেয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪

বগুড়ার নন্দীগ্রামে মুনসুর হোসেন ডিগ্রী কলেজের দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনায় আস্থা এধরনের স্লোগান লেখা হয়। বিষয়টি জানাজানি হলে শুক্রবার দুপুরে দেয়ালে লেখা স্লোগান কালো রঙ দিয়ে মুছে দেয় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষ হওয়ার ২০মিনিট পরেই সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ এসব দেয়ালে লিখেছে। লেখাগুলো আমাদের ছেলেরা মুছে দিয়েছে। রাতে আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করি। প্রতিবাদ সভা শেষে ১৫-২০ মিনিট পরেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ধারণা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ করেছে।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এঘটনায় কেউ হতাহত হয়নি। সেখান থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত