যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:২৮ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০৬
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হেগসেথ পেয়েছেন ৫১টি ভোট। অপর দিকে তাঁর বিপক্ষে ভোট পড়েছে ৫০টি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি।হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন।
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং আমেরিকাই প্রথম নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত