আওয়ামী লীগ ২৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে: ডাঃ শফিকুর রহমান
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩১ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৩৭
জামায়েতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান কাউনিয়ার মীরবাগ কলেজ মাঠে শুক্রবার সন্ধায় জামায়াতে ইসলামী আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ কে তছনছ করে দিয়ে উন্নয়নের নামে লুটপাট করে ২৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। চোরের মার বড় গলা, তারাই আবার অন্য কে চোর বলে। আওয়ামী লীগের তিনটি দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, আমাদের সার্বভৌমিত্বের প্রতীক ফেলানী মা কে হত্যা করে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখলেও নতজানু আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে তার বিচার টুকু আদায় করতে পারেনি। পারবে কেন যে সরকারের পররাষ্ট্র মন্ত্রী বলেন ভারতের সাথে তাদের নাকি স্বামী-স্ত্রীর সম্পর্ক। তারা কী ভাবে হত্যার বিচার আদায় করবে। আমি কুড়িগ্রামের জনসভা শেষে ফেলানীর বাড়িতে গিয়ে ছিলাম তার মা-বাবা কে সন্মান জানাতে সহানুভূতি জানাতে। তিনি বলেন আওয়ামী লীগের সাড়ে পনের বছরের দুঃশাসন থেকে রক্ষা পেতে আপনাদের রংপুরের সন্তান জাতীয় বীর দ্বিতীয় স্বাধীনতার আইকন আবু সাঈদ বন্দুকের সামনে ডানা মেলে বুক পেতে বলেছিল 'বুকে ভিতর তুমুল ঝড়, বকু পেতেছি গুলি কর 'আবু সাঈদ দেশের জন্য জীবন দিয়ে নতুন করে স্বাধীনতা এনে অমর হয়ে আছেন। তিনি বলেন আওয়ামী লীগের আরেকটি দুঃশাসন কথা বলি আপনাদের এলাকার সন্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলাম কে জেলে বন্দী করে রাখা হয়েছে। আমরা তার বিচারে ইনসাফ দাবী করছি। তার বিচারের নামে যদি প্রহসন করা হয় তা হলে টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে রুপসা পর্যন্ত দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন আওয়ামী সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, হেফাজতে ইসলামীর উপর হত্যা যজ্ঞ চালিয়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তিনি বলেন শাপলা চত্বরে লাল রং ছিটিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কী ভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে পারে। তিনি বলেন আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যা করেছে সেনাবাহিনী কে দূর্বল করেদিয়েছে। ক্ষমতায় আসলে একটি পরিবার দেশে জমিদারী কায়েম করে সে পরিবারটি কোন পরিবার শেখ পরিবার। তাই বলে দেশের সব শেখ পরিবার খারাপ না। আমরা সবার সহযোগিতায় বৈষম্য হীন মানবিক বাংলাদেশ গড়তে চাই। কাউনিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী (রংপুর-দিনাজপুর) অঞ্চল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমীর মাওলানা এটিএম আযম খান, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়েত নেতা উপাধ্যক্ষ একেএম জোনায়েদ হোসেন, জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুর রহমান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম মিয়া, নজরুল ইসলাম, পীরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল গফ্ফার প্রমূখ। জামায়েত ইসলামীর হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতে পথসভাটি জনসভায় রুপান্তর হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত