শ্রীনগরে আরাফাত রহমান কোকোর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪২ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার দামলা মীর বাড়ি মসজিদের সামনে এ দোয়া মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কেএম রাজিব,জেলা নারী ও শিশু ফোরামের সাঃ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, জেলা যুবদলের সাবেক সদস্য মতি শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির সদস্য সচিব শিশির চৌধুরী আরিফ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা,জেলা সমবায় দলের সাঃ সম্পাদক রিমন লস্কর,শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সিনিঃ সহ-সভাপতি আলম বেপারী,সাঃ সম্পাদক শফিক ভুইয়াসহ অনেকেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত