এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে, প্রজ্ঞাপন হয়নি এখনো

  গাজীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪

চলতি বছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এধরনের কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি বলে জানিয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই সংবাদ নিশ্চিত করেন। নাসিরুদ্দিন বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে।

প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি।সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন।পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীরা ইজতেমা পালন করবেন।
 
এ ব্যাপারে শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ি নিজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে।'

মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, 'মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত