সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা  

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ২০:০২ |  আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৭

মুন্সীগঞ্জ সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে মোঃ জাবেদ শেখ (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া বাহেরকুচি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোঃ জাবেদ ওই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

 স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জাবেদ শেখ তার বাড়ির সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে, স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ সুরত হাল করে।

 

এ বিষয়ে সিরাজদিখান থানার (ওসি) বোরহান উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ ময়নাতদন্তে না পাঠিয়ে নিহতের পরিবারের লোকজনের নিকট রেখে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত