শ্রীনগরে তুচ্ছ ঘটনার জেরে হত্যা মামলার আসামী কুপিয়েছে যুবককে
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৫০
মুন্সীগঞ্জের শ্রীনগরে হত্যা মামলার এক আসামী ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে শিমুল(২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের পূর্ব কেউটচিড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত শিমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় শিমুল বাদী হয়ে হত্যা মামলার জামিনে থাকা আসামী কালাম শেখের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পূর্ব কেউটচিড়া গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়াঝাটি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে । দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সদর আলী শেখের ছেলে হত্যা মামলার জামিনে থাকা আসামী কালাম শেখ ছেনদা দিয়ে ডালু শেখের ছেলে শিমুলের ঘাড়ে ও বাম হাতের কব্জিতে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর আহত করে। শিমুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কালাম শেখ হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত