পঞ্চগড়ে তারুন্যের উৎসবে গনমাধ্যমকর্মীদের ক্রীড়া বিনোদনমূলক অনুষ্ঠান
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৫ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৬
পঞ্চগড়ে তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমকর্মী পরিবারের ক্রীড়া বিনোদন। শুক্ররবার সকাল থেকে শুরু হয়। জেলা প্রশাসনের সার্বিক সহয়োগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলার স্টেডিয়াম মাঠে গণমাধ্যম কর্মীর সন্তানদের নিয়ে খেলাধুলার এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান আয়েজন করা হয়েছে।এসময় উপস্থিত থেকে ছোট্ট শিশুদের খেলা উপভোগ করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পঞ্চগড় জেলা প্রশাসক মো সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস,এম,শফিকুল ইসলাম প্রমুখ।
খেলাধুলা চলাকালীন সময় তা পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু),বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম,পঞ্চগড় জেলা জজ আদালতের (পিপি) এ্যাড.আদম সুফি, বাংলাদেশ জামায়াতের পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাবেক রংপুর বিভাগীয় জাসাস এর সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ,পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা হায়তুন আলম প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে খাওয়া দাওয়ার পর মিসেস সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতা দুর্ভাগ্য বালিশ খেলা, গণমাধ্যম কর্মীরা পেনাল্টি শুট ও হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয় এরপর পুরুস্কার বিততরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইমাম রাজী টুলু।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত