বিশ্বসেরা হ্যান্স জিমারকে দিয়ে নতুন জাতীয় সংগীত সুর করাবে সৌদি আরব
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০০ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯
পুনঃসৃষ্টি বা নতুন করে লেখা হতে পারে সৌদি আরবের জাতীয় সংগীত। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এমনটাই শোনা যাচ্ছে। আর সেটি রচনা করবেন অস্কারজয়ী মার্কিন সুরকার হ্যান্স জিমার, যিনি ‘ইনসেপশন’, ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’, ‘ডার্ক নাইট’ ও ‘ডানকার্ক’র মতো বিখ্যাত চলচ্চিত্রের জন্য সংগীত করেছেন।
সৌদি সংবাদপত্র আল আরাবিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি প্রধান তুর্কি আল-শেখের সঙ্গে বৈঠক করেছেন হ্যান্স জিমার। তখন বিভিন্ন যন্ত্র ব্যবহার করে জাতীয় সংগীত পুনরায় তৈরি করাসহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
সৌদি আরবের বর্তমান জাতীয় সংগীত ‘দ্য চ্যান্ট অব দ্য সৌদি নেশন’। ১৯৪৭ সালে দেশটির প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের অনুরোধে এটি লিখেছিলেন মিশরীয় সুরকার আবদ আল-রহমান আল-খতিব।
আল-আরাবিয়া আরও জানায়, জিমারের সঙ্গে ‘আরাবিয়া’ নামে একটি নতুন মৌলিক সুরের সম্ভাব্য জাতীয় সংগীত রচনার ব্যাপারে আলোচনা করেছেন। পাশাপাশি একটি কনসার্টে নিয়েও তাঁদের কথা হয়েছে।
প্রসঙ্গত, হ্যান্স জিমারের ঝুলিতে বর্তমানে দুটি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি জেতার রেকর্ড রয়েছে। ‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার পান তিনি। দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ ১০০ জীবন্ত প্রতিভাবান ব্যক্তির তালিকায় তাঁর নাম রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত