লৌহজংয়ে এনসিপি প্রার্থীর মানসম্মত হাসপাতাল ও পদ্মাপাড়ে হাইওয়ে নির্মাণের অঙ্গীকার

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাজেদুল ইসলাম লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় মানসম্মত হাসপাতাল ও পদ্মাপাড়ে বাঁধ ঘেষে হাইওয়ে নির্মাণের অঙ্গীকার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলার মাওয়া বাজার ও পদ্মা সেতু এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় মাজেদুল ইসলাম শাপলা কুঁড়ি প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
নির্বাচনী প্রচারণা কালে মাজেদুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবো। পাশাপাশি পদ্মা নদীর পাড় ঘেষে একটি হাইওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে নদীভাঙন রোধের পাশাপাশি যানবাহন চলাচল সহজ হয়। তিনি আরও বলেন, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় এখনো মানসম্মত হাসপাতাল ও পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। ভোটারদের সমর্থন পেলে এসব খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এস এম আনোয়ার হোসাইন, মেদিনীমন্ডল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. নুরুল্লাহ এবং হলদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর মোস্তফা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত