রংপুরে আন্তঃধর্মীয় সম্প্রীতিঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০২
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতিঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রংপুর মোঃ রমিজ আলম। পিস এম্বাসেডর নেটওয়ার্ক রংপুর বিভাগ এর সমন্বয়কারী রেজাউন নবী রাজু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় রংপুর অনিল চন্দ্র বর্মন, সহকারী পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর আখেরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার উপ পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর মোছাঃ হাবিবা হেলেন। বক্তব্য রাখেন রংপুর পিএফজি এম্বাসেডর খন্দকার ফখরুল আলম বেঞ্জু, কাউনিয়া পিএফজি কো-অডিনেটর মোঃ সারওয়ার আলম মুকুল, পিএফজি সদস্য মাওলানা আব্দুস সালাম সরকার, দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, কমিউনিকেশন এন্ড পাবিøকেশন অফিসার এ.এস.এম আতিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন। পবিত্র কুরআন তিলাওয়াত করেন পিএফজি সদস্য উলিপুর মাওলানা ইয়াসিন আলী, গীতা থেকে পাঠ করে পিএফজি সদস্য বদরগঞ্জ সুমন কান্তি সাহা, বাইবেল থেকে পাঠ করেন রংপুর সদর রেভারেন্ড ডোনাল্ট বালা। আন্তঃধর্মীয় সম্প্রীতিঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রামের প্রায় দের শতাধিক পিএফজি সদস্য, বিভিন্ন ধর্মীয় নেতা, সাংবাদিক, সরকারী কর্মকর্তা অংশ গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত