মুন্সীগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আরিফুজ্জামান দিদার দিনব্যাপী গণসংযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:০০ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:৪৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে মুন্সীগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মোঃ আরিফুজ্জামান দিদার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার রিকাবিবাজার,নুরপুর, কমলা ঘাট ও জনবহুল এলাকায় গণসংযোগে অংশ নেন।এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌর জাতীয় সদস্য সচিব মোঃ আশরাফ, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মোনায়েম হোসেন ,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, জাতীয় পার্টির জেলা সদস্য ও মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাংগঠনিক আবদাল হোসেন, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন, জেলার জাতীয় পার্টির সদস্য আরজু মোল্লা,মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত , মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি কে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ ও জিএম কাদেরের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত