ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  কাউখালী (রাঙ্গামা‌টি) সংবাদদাতা

প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৬:৫৪ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬

‘গোল্ডেন গার্ল’ খ্যাত জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনটির একটি প্রতিনিধি দল আজ বুধবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা মগাছড়ি গ্রামে গিয়ে তার সঙ্গে দেখা করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা ও শুভকামনা জানান। এ সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, 'আমরা ঋতুর মায়ের সকল চিকিৎসার খরচ বহন করবো। প্রতি মাসে ৩ টি করে মরতে হয় সেই তার খচর বিএনপি পরিবার বহন করবে।'

এসময রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মায়ের হাতে বিএনপি পরিবার ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দেয়া ২ লক্ষ টাকা হাতে তুলে দেন। 

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।

উল্লেখ্য, ঋতুপর্ণা চাকমার বাবা বরজ বাঁশি চাকমা ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার অনুপ্রেরণায় ফুটবলের প্রতি আগ্রহ জন্ম নেয় তার। খেলাধুলার পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যয়নরত। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে তিনটি গোল করে জাতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঋতুপর্ণা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত