শিবগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এ্যাডঃ বাসেদের গণসংযোগ 

  রশিদুর রহমান রানা' শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫১ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:০৯

৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পৃথক দুটি পথসভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৮ জানুয়ারি) বিকালে উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট, চিলইল, চকপাড়া, কারুঞ্জাসহ কয়েকটি গ্রামে গণসংযোগ শেষে ধারিয়া গাংগইট ও চকপাড়া গ্রামে পৃথক দুটি স্থানে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আব্দুল বাসেদ। কিচক ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন  এ্যাড: আতাউর রহমান রাজু, এ্যাড: আরাফাত জান্নাত নিলা, এ্যাড: হারুন উর রশিদ, এ্যাড: আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ফকির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম। পরে দুটি গ্রামে ধানের শীষের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত