আদমদীঘিতে সাবেক এমপি খোকার প্রথম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭
কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লায় পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্র নেতা জহির রায়হান শুভ, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল শেষে সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তিনি ছিলেন সাধারণ মানুষের স্বপ্ন, ক্ষমতার দম্ভ নয়, ভয় দেখানো নয়, ভালোবাসা দিয়েই তিনি মানুষকে আগলে রেখেছিলেন। আদমদীঘি-দুপচাঁচিয়ার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ আর সামাজিক প্রতিষ্ঠানের প্রতিটি ইট যেন আজও তাঁর কথা বলে। আর আমরা যারা তাঁর স্নেহ, তাঁর নেতৃত্ব আর তাঁর কর্মের সুফল পেয়েছি। নীরবে, গভীর কৃতজ্ঞতায় তাঁর জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত