কাউনিয়ায় প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের শীত উপহার বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৭

 রংপুরের কাউনিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হোটেল শ্রমিক, হরিজন, অসহায় দরিদ্র শিতার্ত মানুষের মাঝে শীত উপহার বুধবার বিতরণ করা হয়। 

প্রত্যাশার আলো পত্রিকা অফিস সলগ্ন সাব-রেজিষ্টার অফিস চত্বরে প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা শীত উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্তকর্তা মোছাঃ তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলোর বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধক্ষ্য মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন, সদস্য আব্দুল্লা আনন্দ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমূখ। উপজেলার শতাধিক মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হরিজন, হোটেল শ্রমিক সহ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতিবছর প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে দরিদ্র অসহয়া মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত