পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:১১ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:৪৩
পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে পঞ্চগড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই মিছিল পঞ্চগড় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। স্লোগানগুলোর মধ্যে ছিল—১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন,পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা, গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনগণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। এদিকে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রচারণা চলছে সর্বত্র।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত