মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:০৩ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২৩:৪৮
বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে।
একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’ বা উজ্জ্বলতাকে কেন্দ্র করে বাংলাদেশে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায়।
নতুন ফর্মুলেশনের কলিনে থাকছে ৫ গুণ বেশি শাইন, দাগহীন উজ্জ্বলতা ও এটি ১০০টিরও বেশি সারফেস পরিষ্কারে কার্যকর। যার ফলে এটি শুধু গ্লাস নয়, দৈনন্দিন ব্যবহারের নানা সারফেস পরিষ্কারের জন্য ব্যবহার করা যাবে।
কলিন-এর অ্যাম্বাসেডর হিসেবে সাবিলা নূরের যুক্ত হওয়া ব্র্যান্ডটির আধুনিক ও আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অংশ। সম্প্রতি অভিনেতা শাকিব খানের সাথে তান্ডব চলচ্চিত্রে অভিনয় ও ‘লিচুর বাগানে’ গানটিতে তার আকর্ষণীয় উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে। সাবিলা নূরের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ কলিনের নতুন পরিচয়ের সঙ্গে মানানসই বলে মনে করছে ব্র্যান্ডটি।
কলিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাবিলা নূর বলেন, ‘পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিনের ভালো দিক হলো—খুব সহজেই এটি গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
রেকিট-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ বলেন, ‘মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।’
নতুন নাম, উন্নত ফর্মুলেশন ও নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে কলিন ভোক্তাদের জন্য আরও কার্যকর পরিষ্কারের অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা করছে।
রেকিট সম্পর্কে
রেকিট বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় কনজ্যুমার হেলথ ও হাইজিন কোম্পানি, যা প্রতিদিনের জীবনে সুরক্ষা, সুস্থতা ও যত্ন নিশ্চিত করতে কাজ করে। ডেটল, হারপিক, কলিন ও ভিটের মতো বিশ্বস্ত বৈশ্বিক ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিজ্ঞানভিত্তিক সমাধান প্রদান করে, যা বাংলাদেশজুড়ে আরও স্বাস্থ্যকর ঘরবাড়ি ও কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত