নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের লাইভ টকশো ও গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৭
বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের অংশগ্রহণে নিউজ ২৪ এর একটি লাইভ টকশো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ লাইভ টকশো অনুষ্ঠিত হয়। এই লাইভ টকশোতে বগুড়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সাক্ষাৎকার গ্রহণ করেন নিউজ ২৪ এর বগুড়া জেলা প্রতিনিধি আব্দুস সালাম বাবু। লাইভ টকশোতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, নৈতিক রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন।
ড. মোস্তফা ফয়সল পারভেজ বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বগুড়া-৪ আসনের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। লাইভ টকশো চলাকালে সেখানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
টকশো শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নেতাকর্মীদের সাথে নিয়ে কুন্দারহাট এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত