নন্দীগ্রামে পা হারানো রফিকুল এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে মোশারফ হোসেন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৫ |  আপডেট  : ১২ অক্টোবর ২০২৫, ০১:০৭

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের পা হারানো রফিকুল ইসলাম এবং ক্যান্সারে আক্রান্ত রোকসানা আকতার ও শান্তনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

রফিকুল ইসলাম (৫০) একসময় অটোভ্যানে ঘুরে ঘুরে আইসক্রিম ও ভাঙারির ব্যবসা করে সংসার চালাতো কিন্তু তিন বছর আগে হঠাৎ পায়ের রগে রক্ত জমাট বাঁধায় দীর্ঘদিন চিকিৎসার পর দেড় বছর আগে তার পা কেটে ফেলতে হয়। এরপর থেকে জরাজীর্ণ ঘরে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।

অসহায় রফিকুল ইসলামের এমন পরিস্থিতির খবর পেয়ে মোশারফ হোসেন শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পোতা গ্রামে গিয়ে রফিকুল ইসলামের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। তিনি রফিকুল ইসলামের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একইদিন তিনি পোতা গ্রামের দেড় বছর ধরে বেস্ট ক্যান্সারে আক্রান্ত পলাশ হোসেনের স্ত্রী রোকসানা আকতার (৩০) ও এক বছর ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জুয়েল রানার স্ত্রী শান্তনা বেগম (৩২) কে আর্থিক সহায়তা প্রদান করেন এবং উপজেলা সমাজসেবা অফিস থেকে আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেন। 

সেসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কেরাবান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোশারফ হোসেন বলেন, আমি কাহালু ও নন্দীগ্রাম উপজেলাবাসীর বিপদে-আপদে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত