‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন সাত কলেজ শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৭ | আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:২৮
অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই।
তাদের ভাষায়, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনও দেখা যায়নি। তারা জানান, এখন তারা তাদের ‘শেষ পদক্ষেপ’ নিতে প্রস্তুত।
দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি। দ্রুত সময়ে মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। যেহেতু এখনো এমন কিছু হয়নি, তাই আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।’
শিক্ষার্থীদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র সহযোগিতা করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত