মাদারীপুরে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:০৬ | আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১০

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে দীয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভেলাবাইচ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকার হাজার হাজার মানুষের উচ্ছ্াস ও ঢাকের তালে তালে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। এমন প্রাণবন্ত মুহ‚র্তগুলো সত্যিই গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য উদাহরণ।
শুক্রবার দুপুর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই দলে দলে ভেলা বাইচ দেখতে ভীড় জমানো শুরু করে খালের পাড়ে। দর্শনার্থীদের আনন্দে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকার খালের দুই পারের দর্শনার্থীরা।
গিয়াসউদ্দিন কবিরাজ এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মোঃ ইকবাল বেপারী । মোহাম্মদ হুমায়ুুন কাজীর সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আজিজুল হক মুকুল ।
আয়োজক মোহাম্মদ হুমায়ুুন কাজী বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য মানুষের মাঝে ধরে রাখতে এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে ঐতিহ্যবাহী ভেলাবাইচ কে জীবন্ত রেখেছে। আধুনিকতার এই যুগেও গ্রামবাংলার সংস্কৃতি ও ক্রীড়া-সংস্কার ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগের প্রতীক। আমি চাই, প্রতি বছর নিয়মিতভাবে এমন প্রতিযোগিতা হোক— যাতে নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে পারে।
প্রথম স্থান বিজয়ী ফরহাদ বলেন, প্রতিবছর বর্ষা শেষে এলাকায় নৌকা বাইচের আয়োজন হলেও এবার প্রথমবারের মতো ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন এখন কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকার আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
ভেলাবাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন ঘোড়া বিজয়ী হলেন দিয়াপাড়া এলাকার ফরহাদ বেপারী, দ্বিতীয় পুরস্কার ২১"ইঞ্চি টেলিভিশন বিজয়ী হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রবিউল ইসলাম, তৃতীয় পুরস্কার রাইস কুকার বিজয়ী হলেন মোঃ আকরাম বেপারী । প্রতিযোগিতায় পরাজিতদের মাঝেও সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত