চাদাঁবাজী, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে সারজিস আলমের নেতৃত্বে লংমার্চ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৬:৫৮ | আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:০০

চাদাঁবাজী,দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চ কর্মস‚চী শুরু।শনিবার(১১অক্টোবর) দুপুরে দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এনসিপির উত্তরাঞ্চলের ম‚খ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে এই লংর্মাচ কর্মস‚চী শুরু করা হয়।ওই লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে উঠে সবাইকে এতে অংশ নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেন।
তার নেতৃৃত্বে এসময় কয়েকশত মোটর সাইকেল নিয়ে লংমার্চে অংশ নেন এনসিপির নেতা-কর্মীরা। এর আগে সারজিস আলম লংমার্চ কর্মস‚চীর উদ্বোধন করেন।
সারজিস পিক আপে চড়ে সবাইকে এতে অংশ আহবান জানান এবং চাদাঁবাজী , সিন্ডিকেট , দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
এনসিপির লংমার্চের শুরুতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ, কামাতকাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা অমরখানা, সাতমেরা এবং তেতুঁলিয়া উপজেলার দেবনগড়, ভজনপুর, বুড়াবুড়ি ,শালবাহান, তেতুঁলিয়া সদর ও তীরনই হাট অতিক্রম করে তা বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হবে।
লংমার্চে তেতুঁলিয়া যাওয়ার সময় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের চৌরাস্তায় প্রথম ও বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথ সভা অনুষ্ঠিত হবে।ওই দুটি পথসভায় বক্তব্য রাখবেন সারজিস আলম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত