কাউনিয়ায় মায়ের অপেক্ষায় কাঁদছে দুই সন্তান

৭ দিনেও নিখোঁজ গৃহবঁধ‚র সন্ধান মিলছে না

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:১৬ |  আপডেট  : ১২ অক্টোবর ২০২৫, ০৩:৫০

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভ‚তছাড়া গ্রামের এক গৃহবঁধ‚ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গৃহবঁধ‚র নাম মোছাঃ সিমু খাতুন (৩২)। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। পারিবারিক স‚ত্রে জানাগেছে, গত রোববার (৫ অক্টোবর) সকালে সিমু খাতুন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গৃহবঁধ‚র স্বামী আতিয়ার রহমান কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৫০/ডি, তারিখ ৬ অক্টোবর ২০২৫। জিডি স‚ত্রে জানা যায়, নিখোঁজ সিমু খাতুনের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকৃতি এবং ওজন প্রায় ৪৫ কেজি। তিনি একজন গৃহিণী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৭৬৬৭৯৯৫১২ নম্বরে যোগাযোগ করার বা নিকটস্থ থানায় জানানোর জন্য। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োযজনীয় তদন্ত চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত