নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ |  আপডেট  : ১২ অক্টোবর ২০২৫, ০০:০৬

মাত্র ৩০ রানে ৪ উইকেট পড়ে গেলেও তখনও বড় বিপদের আশঙ্কা জাগেনি। কিন্তু আরও ৩ রান তুলতেই যখন হারাল আরও ২ উইকেট, তখন আশঙ্কাটা বাস্তব হয়ে উঠেছিল—বাংলাদেশ নারী দল কি তবে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড ভাঙতে যাচ্ছে!

শেষ পর্যন্ত সেটি হয়নি, তবে গুয়াহাটিতে আজ (বৃহস্পতিবার) মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানাদের। ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৯.৫ ওভারে অলআউট হয় মাত্র ১২৭ রানে।

পাওয়ারপ্লের শুরুতেই রানে গতি না থাকলেও উইকেট পড়ার ধাক্কা আসে একটু দেরিতে। ৮ ওভারের মধ্যে ১৪ রানে ওপেনার রাবেয়া হায়দার (৪) ও শারমিন আক্তার (৩) ফেরেন সাজঘরে। এরপর একে একে আউট হন অধিনায়ক নিগার সুলতানা (৪), সোবহানা মুশতারি (২) ও সুমাইয়া খাতুন (১)।

মাত্র ২০ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। এরপর সপ্তম উইকেটে ফাহিমা খাতুন (৩৪) ও নাহিদা আক্তার (১৭) মিলে ৫৩ বলে ৩৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া খাতুন (২৫) যোগ করেন আরও ৪৪ রান।নিউজিল্যান্ডের হয়ে জেস কের ৩ উইকেট নেন ২১ রানে, লি তাহুহু নেন ৩ উইকেট ২২ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে। অধিনায়ক সোফি ডিভাইন ৬৩ ও ব্রুক হ্যালিডে করেন ৬৯ রান। চতুর্থ উইকেটে দুজনের ১৬৬ বলে ১১২ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত দেয়।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার রাবেয়া খাতুন সবচেয়ে সফল বোলার—তিনি ৩০ রানে নেন ৩ উইকেট।এই হার দিয়ে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে রয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে সোমবার বিশাখাপট্টনমে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২২৭/৯ (ব্রুক ৬৯, সোফি ৬৩; রাবেয়া ৩/৩০)
বাংলাদেশ: ৩৯.৫ ওভারে ১২৭ (ফাহিমা ৩৪, রাবেয়া ২৫; কের ৩/২১, লি ৩/২২)
ফলাফল: নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত