রাজধানীতে যেকোনো স্থাপনায় লাগবে সিটি করপোরেশনের অনুমোদন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৬ |  আপডেট  : ২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩

রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৬ ফেব্রুয়ারি) এলজিআরডি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এরআগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে রোববার এ সভায় ঢাকার দুই মেয়র ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, রাজধানীতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না।

রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটা শহরের জন্য কল্যাণকর নয়, তাহলে সে কাজ বন্ধ করে দিতে পারবে, বলে জানান মন্ত্রী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত