নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে মানববন্ধন

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১১:৪৭ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৪

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেলে বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। 'মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবণ' এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আবু সালেহ মামুন, ইবনেসিনা ট্রাষ্ট্রের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, শিক্ষক আইনুল ইসলাম, মোশারফ হোসেন, বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তিব্বত হাসান ও সভাপতি সেলিম হোসেন শামীম প্রমুখ। বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের একটি ধারাবাহিক সামাজিক সচেতনতা কার্যক্রমের অংশ। যা ভবিষ্যতেও চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত