সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৫ |  আপডেট  : ৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫

মুন্সীগঞ্জ সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বুদবার সকাল সারে ৯টায় লতব্দী দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শাহজাহান শেখ(৫৮) ও মো. বুলু শেখ(৪১)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন সিরাজদিখান থানা পুলিশ।  

সিরাজদিখান থানার এসআই মোঃ কামরুজ্জামান সিকদার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে লতব্দী ইউনিয়নের দক্ষিনপাড়া মসজিদ রোডের মোক্তার হোসেনর বাড়ির পাশে পাকা রাস্তায় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।  তিনি আরও বলেন, গ্রেফতাররা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লতব্দী  এলাকায় বিক্রির উদ্দেশে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত