মা-বাবার কবরে শপথ, আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলব: কাদের সিদ্দিকী

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ২১:১৯

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, "আমি গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি, কিন্তু আজ থেকে আমি শপথ করে বলছি—‘জয় বাংলা’। এটি স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে।"
শুক্রবার (৪ মার্চ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী আরও বলেন, "৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এতে স্বাধীনতার পতন হয়নি। আজ যারা বিপ্লব ঘটিয়েছে, তাদের আমি সাধুবাদ জানাই। তবে তারা যদি স্বাধীনতার মূল আদর্শ অনুসরণ করতেন, তা হলে অনেক বছর ধরে মানুষ তাদের স্মরণ করত। দুর্ভাগ্যজনকভাবে, তারা বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানসহ আমাদের ইতিহাসকে অস্বীকার করছে, যা ভালো নয়।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ স্বাধীন হয়েছিল আল্লাহর রাহমতে। আজ যে সব উন্নয়ন হয়েছে—দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তাঘাট—এসব কিছু স্বাধীনতা ছাড়া সম্ভব হত না। তবে আজকের দিনে অনেকে স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া কয়েকজনের ঘটনাকে আমি নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটি কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নয়, এটি একমাত্র স্বাধীনতার স্লোগান।"
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত