নন্দীগ্রামে ছেলের চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১১:৫০ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৬

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে রিফা আক্তার (২৬) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বগুড়া-নাটোর মাহসড়কের কৈগাড়ি মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফা আক্তার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী ও নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামের আব্দুল বারীকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের দাওয়াত খেতে রিফা আক্তার বাবার বাড়িতে আসে। সেখান থেকে ছেলের চিকিৎসার জন্য অটোভ্যান যোগে নন্দীগ্রামের দিকে আসছিলো। এমতাবস্থায় বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি মোড়ে এসে পৌঁছিলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল অটোভ্যানের পিছনে জোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যনটি উল্টে গুরুতর আহত হয় রিফা আক্তার তার সাথে থাকা ৩ বছরের ছেলে ইউসুফ আলী ও মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় রিফা আক্তারের মৃত্যু হয়।
এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এ দুর্ঘটনার বিষয় আমার জানা নাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত