সিরাজদিখানে বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৭:০২ | আপডেট : ৬ এপ্রিল ২০২৫, ০১:২০

ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাতে মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা,দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ তার নিজ উপজেলায় মোটরসাইকেল শোডাউন দিয়েছেন।
আজ শনিবার (০৫ এপ্রিল) সকাল সারে ৮টা থেকে প্রায় সাড়ে ৪০০ মোটরসাইকেলে প্রায় ১শ হাইয়েস গাড়ি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার ১৪টি ইউনিয়নে এই শোডাউন করা হয়। তার এলাকা সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের নিমতলা ঢাকা মাওয়া একপ্রেসওয়ে এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শেখ মোঃ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনে আবু সাঈদসহ নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তিন নিমতলা,ছাতিয়ানতলী,কাঠালতলী,ইছাপুরা.কাকালদী,মালখানগর,বয়রাগাদী,লতব্দী,বালুচর,সিরাজদিখান বাজার রশুনিয়া, ,ইমামগঞ্জসহ উপজেলার বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
সিরাজদিখান উপজেলার চরকমলাপুর পথসভায় শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সব ধরনের ভাঙচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের বড় দায়িত্ব।
এ সময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন।মোটরসাইকেল শোডাউনে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুর ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধার সম্পাদক সিদ্দিক মোল্লা সহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত