কাউনিয়ায় ডিবি এর অভিযানে মাদকসহ আটক-১ 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৭:০৮ |  আপডেট  : ৬ এপ্রিল ২০২৫, ০১:০৮

রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ রফিকুল ইসলাম (৪২) কে আটক করে। 

রংপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ সিদ্দিকুজ্জামান এর নির্দেশনায় এসআই ভবদীশ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অটো চার্জার গাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একজন কে আটক করে। জানা যায় কাউনিয়া বাসস্ট্যান্ড হতে গাঁজা নিয়ে অটো চার্জারে করে রংপুর শহরের দিকে যাচ্ছিল। শুক্রবার কাউনিয়ার মীরবাগ বাজার এলাকায় অটো চার্জার থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের রাখা পলিথিনে মোড়ানো ১কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক রফিকুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজ আলীর পুত্র বলে জানাগেছে। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ সিদ্দিকুজ্জামান জানান, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত