ঈদের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশ  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২১, ১৪:২১ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৩৮

‘লকডাউন’ বা বিধি-নিষেধের মধ্যে ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশনা দিয়েছে সরকার।
 
বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগের শর্তে আগামী ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
 
কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।
 
করোনা সংক্রমণ রোধে সবার কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এর আগেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত