আজমেরী গ্রুপের বিরুদ্ধে সাইলোর জমি দখলের অভিযোগ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ৯ মে ২০২৪, ১২:৩৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলোর (খাদ্য সংরক্ষনাগার) বিপুল পরিমান জায়গা দখলের অভিযোগ উঠেছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান আজমেরী গ্রুপের বিরুদ্ধে।সাইলো কর্তৃপক্ষ জায়গা দখলে কোন প্রকার বাধা না দেওয়ায় প্রতিষ্ঠানটি অবৈধভাবে সড়কের পাশের জমি দখল অব্যাহত রেখেছে । 

সরেজমিন সাইলো সড়কের পাশে কোচকুড়ি মহল্লায় গিয়ে দেখা গেছে, সেখানে  গড়ে উঠেছে আজমেরী গ্রুপের জুট মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠান । এ সকল প্রষ্ঠিানের নিজস্ব জায়গার পাশাপাশি সাইলোর জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন আজমেরী গ্রুপের স্বর্তাধিকারী রাকেশ সাহা । বর্তমানে তিনি সাইলোর প্রায় দেড় বিঘা পরিমান জায়গা দখল করে নিয়েছেন। এর আগে তিনি কারখানার পশ্চিম পাশে সাইলোর আরো কিছু জায়গা দখলে নিয়ে মাটি ভরাট করেন। আজমেরী গ্রুপের জায়গা দখল করার পর আরো অনেকেই নতুন করে সাইলোর জায়গা দখল করে হাঁসের খামার,ছোটখাট বাড়ি ও পুকুর খনন শুরু করেছেন । এর আগে আজমেরী গ্রুপের বিরুদ্ধে সান্তাহার শহরের মাইক্রো বাসষ্টান্ড এলাকায় রেলওয়ের জায়গা দখলের অভিযোগ ওঠে। 

নাম প্রকাশ না করার শর্তে শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, আজমেরী গ্রুপ যতই জমি দখল করুক না কেন ওই গ্রুপের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নেই । তাঁর বিপুল পরিমান টাকার তলে সকলেই চাপা পড়ে । যে ভাবে টাকার চাপে পড়ে নিশ্চুপ রয়েছে সাইলো কর্তৃপক্ষ। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম বলেন,আজমেরী গ্রুপের এ ধরনের দখলবাজি মেনে নেওয়া যায় না । তিনি বলেন, সাইলোর জায়গা দখলের বিষয়ে সাইলো সুপারকে জিঞ্জাসা করেছিলাম, উত্তরে তিনি বলেন, সাইলোর জায়গা নিয়ে আপনার এত মাথা ব্যাথা কেন ? এটা দেকভাল করার জন্য খাদ্য বিভাগ রয়েছে। সাইলোর জায়গা দখল বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্ঝল হোসেন বলেন, আমি শুনেছি সাইলোর জায়গা দখল করে মাটি ভরাট করা হচ্ছে। তবে আজমেরী গ্রুপ এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি। বিষয়টি নিয়ে মঙ্গলবার আজমেরী গ্রুপের মালিক রাকেশ সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। নাম প্রকাশ না করে আজমেরী গ্রুপের একজন কর্মচারি বলেন, পরিচিত নম্বর ছাড়া রাকেশ স্যার কারো ফোন ধরেন না। 

মুঠোফোনে সান্তাহার সাইলোর ভারপ্রাপ্ত সুপার মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গা দখলের বিষয়টি জেনেছি তবে কোথায় দখল করা হয়েছে সেটা জানি না। সাইলোর নানা কাজ নিয়ে চাপে থাকায় জায়গার বিষয়টি নজর দেওয়া হয়ে ওঠেনি। তিনি বলেন, দ্রুত জায়গাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত