পোশাক ছাড়া নিজের শরীর দেখলে ঘৃণা হয় করণ জোহরের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ২০ মে ২০২৫, ১৯:৪৫

নিজেকে পোশাক ছাড়া দেখলে বলিউড পরিচালক করণ জোহরের ঘৃণা হয়। কারণ তার শরীর যে-রকম সেটা নিজেরই পছন্দ নয়। সম্প্রতি একটা সাক্ষাত্‍কারে এ বিষয় সামনে এনেছেন করণ। বডি ডিসমরফিয়া বলা যায় এই ধরনের সমস্যাকে। সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না। দেখলে ঘেন্না হয়। তাও এখন অবস্থা কিছুটা ভালো। কারণ এখন আমার শরীর আগের তুলনায় ভালো। আসলে আমার বডি ডিসমরফিয়া আছে।’ 

‘এটা সেই অবস্থা যখন, নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। লজ্জা লাগে। আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে।’

করণের এমন মন্তব্য সামনে আসার পর তার অনুরাগীরা অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘বলিউডের অন্যতম ওয়েল ড্রেসড প্রযোজক-পরিচালক আপনি। আপনার পোশাক, জুতো, ব্যাগ সব কিছুর কালেকশন নিয়ে নিয়মিত চর্চা হয়। আমাদের ধারণা ছিল, নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী।’ 

প্রসঙ্গত, করণ জোহর একাধারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, পোশাক ডিজাইনার । তার ছবিগুলো সাধারণত পারিবারিক মূল্যবোধ, প্রেম, বন্ধুত্ব এবং সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, এবং ‘মাই নেম ইজ খান’ তার পরিচালিত অন্যতম সফল ছবি। 

 

সা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত