কমে গেল বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজের ম্যাচ সংখ্যা

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:৩৫ | আপডেট : ২০ মে ২০২৫, ২৩:৩৫

চলতি মাসে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সে সিরিজের ম্যাচ সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার প্রেক্ষিতে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান।
বাংলাদেশ ও পাকিস্তানের মূলত চলতি বছরের মে মাসে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে যেহেতু আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাই দুই দল কুড়ি ওভারের সিরিজ খেলতে সম্মত হয়। চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে সে সিরিজ মাঠে গড়ানোর কথা।
কিন্তু এরই মধ্যে মে-র শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে নিরাপত্তা শঙ্কায় অনেকটা বাতিল হওয়ার দ্বারপ্রান্তে চলে যায় এই সিরিজ। যদিও দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশির মধ্যে যুদ্ধবিরতির পর আবার সিরিজটির ভাগ্য চমকায়।
অন্তর্বর্তী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর পাকিস্তানে গিয়ে সিরিজটি খেলতে সম্মতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।
আগামী ২৫ মে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তিন ম্যাচ সিরিজের পরিবর্তিত সূচি অবশ্য এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত। আগামীকাল বুধবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে আমিরাত ও বাংলাদেশ। এই ম্যাচের পরই দুবাই থেকে পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবেন লিটন দাসরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত