দেবীগঞ্জে ১২ বোতল বিদেশী মদ সহ যুবক আটক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:১০ | আপডেট : ২০ মে ২০২৫, ২৩:৩৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বোতল বিদেশী মদ সহএক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল আকুমানিক চারটার দিকে এই অভিযান চালানো হয়। আটককৃত সুমন ইসলাম।ওই যুবকের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকায়। সে ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই জামিউর রহমান ফোর্স সহ অভিযান চালায়। অভিযানকালে সুমনের কাছ থেকে ৯ লিটার বিদেশী মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি থ্রি হুইলা) জব্দ করা হয়।
পুলিম জানায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে, তিনি নাসির নামের একজন ব্যক্তির কাছে এসব মদ পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, আটক সুমনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।এরপর আদালত তাকে জেলহাজতে প্রেরন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত