শিবগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ কর্মশালা 

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:১২ |  আপডেট  : ২১ মে ২০২৫, ০০:২৪

বগুড়ার শিবগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির “ বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কন্ফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প ও মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়  উপজেলা কমিটির  এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়া’র লায়লা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন,  সোনালী ব্যাংক এজিএম সমর কুমার, চেয়ারম্যান আব্দুল হাকিম, জহুরুল ইসলাম, জাহিদুল ইসলামসহ অনেকে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত