আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আ’লীগের তিন নেতা-কর্মী

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৫:১৫ | আপডেট : ২০ মে ২০২৫, ১৯:৪০

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন (৬০), নিমাইদীঘি গ্রামের আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৫) ও সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সান্দিড়া গ্রামের যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন তুহিন (৩৫)। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের দুইজন নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত