পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান দুটি অর্থ বছর পেরিয়ে গেলে প্রকল্প বাস্তবায়ন করেননি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:১৫ | আপডেট : ২০ মে ২০২৫, ২৩:৩৫

পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছেন আওয়ামীলীগ পন্থি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।তিনি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। অর্থ বছর শেষ হয়ে আরো এক বছর অতিবাহিত হলেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় টাকা আত্মসাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।তাদের আক্ষেপ,প্রকল্প হাতে নেওয়া হয়েছে ,কিন্তু তারা সেবা পাচ্ছেন না।চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন কাজে গড়িমসি করেছেন।তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান,নির্বাচনের আগে এলাকাবাসীর চিকিৎসা সেবার জন্য ব্যাক্তিগত অর্থে এ্যাম্বুলেন্স কিনে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন।কিন্তু সাড়ে তিন বছরেও সেটা করেননি।এদিকে এ্যাম্বুলেন্স কেনার জন্য প্রকল্পের টাকা নিয়েও দুই বছরের বাস্তবায়ন করেননি চেয়ারম্যান।জানা যায়,বলরামপুর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়।নিয়ম অনুযায়ী কাগজপত্র দাখিল করে টাকা উত্তোলন করেন।প্রকল্পের স্ক্রীম নেওয়া হয় ইউপিতে সর্বসাধারনের জরুরি চিকিৎসা হাসপাতালে রোগি পৌঁছানোর এ্যাম্বুলেন্স ক্রয়ের।প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত ইউপি সদস্য জবা রানীকে।তবে এতোদিনেও এ্যাম্বুলেন্স না কিনার বিষয়টি শুনে হতভঙ্গ প্রকল্প সভাপতি।পরে তিনি বলেন,সে বিষয়ে চেয়ারম্যান ভাল জানেন।কতদিনে এ্যাম্বুলেন্সটি নিবেন।এ বিষয়ে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন বলেন,আমরা টেন্ডার করেছি কিন্তু কেউ অংশ গ্রহণ করেননি।ওই বরাদ্দ দিয়ে এ্যাম্বুলেন্স পাওয়া যায় না।তারপরও আমরা চেষ্টা করছি।অনেক জায়গায় দেখেও আসছি তবেখুব জরুরী এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হবে।এদিকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান,বিষয়টি আমার জানা নাই, তবে এব্যাপারে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত