হাওরে আর কোনও সড়ক নির্মাণ নয়, প্রয়োজনে উড়াল সেতু: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ২০:০২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

 সিলেট-সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে আর কোনও সড়ক, রাস্তা নির্মাণ করা হবে না। প্রয়োজনে এলিভেটেড পদ্ধতিতে এগুলো নির্মাণ করা হবে। সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

মন্ত্রিপরিসদ সচিব বলেন, ‘এবার হাওরে আগাম বন্যায় প্রায় ৫ হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয় নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। আগাম জাতের ধানের বীজ উদ্ভাবন করার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব বাঁধ ভেঙে গেছে সেসব স্থানে সেতু নির্মাণ করার বিষয়ে আলোচনা হয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত