ধানমন্ডিতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৪:৫২ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

রাজধানীর ধানমন্ডি এলাকায় চাপাতি দিয়ে চালককে কুপিয়ে অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অটোরিকশা চালকের নাম মো. ইসমাইল হোসেন (৪৫)।
রোববার (৬ এপ্রিল) ভোরের দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে সকাল ছয়টার দিকে তাকে ধানমন্ডি থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।
আহত ইসমাইল ভোলা সদরের আলিনগর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকেন তিনি।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন জানান, ভোরের দিকে পান্থপথ থেকে যাত্রীবেশে থাকা দুজন ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোচালকের রিকশায় উঠে। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে একটি পিকআপ এসে রিকশা চালকের গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এই কথা বলে ৬/৭ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় ওই অটোচালকের সঙ্গে থাকা নগদ ১৭০০ টাকা, মোবাইল ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে পিকআপে উঠিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমাদের টহল টিম তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে দিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত