ঈদের ছুটির পর প্রাণচাঞ্চল্য বালাবান্ধাস্থলবন্দরে

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৯:৪০ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৩

টানা আটদিনে ছুটির পর খুলেছে বাংলাবান্ধাস্থল বন্দর। রবিবার (৬এপ্রিল) বন্দরটিতে পন্য ওঠানামা শুরু হয়েছে। গত ২৯ মার্চ ঈদুল ফিতরের ছুটি হলে শনিবার পর্যন্ত বাংলাবান্ধাস্থল বন্দরে পণ্য আমদানী-রফতানী বন্ধ ছিল।একটানা ছুটির পর রবিবার আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরেছে বন্দরটিতে।তবে পাসপোর্ট ভিসাধারী সাধারণ যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রফতানীকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহীন বলেন, ২৯ মার্চ থেকে সরকারি সাপ্তাহিক ছুটিসহ গতকাল ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন বন্দটির সকল ধরনের পন্য আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ ছিল। বাংলাস্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পর এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন বন্দরের আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর রবিবার থেকে যথারীতি সকল প্রকার পন্য আমদানী-রফতানী শুরু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত